শতাধিক কবিতা পড়া যেমন কঠিন, শতাধিক কবিতা মুখস্থ করা তার চেয়েও বেশি কঠিন কাজ। বলা যায়, অনেক সাধনার পর এই কঠিন কাজটি রপ্ত করা সম্ভব। তবে সেই কঠিন সাধনার কাজটি যদি করে থাকে একজন শিশু তবে অবশ্যই অবাক হয়ে যাওয়ার মত। হ্যাঁ, রংপুরের ৪ বছর বয়সের জান্নাতুল মাওয়া শতাধিক কবিতা মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে।
জান্নাতুল মাওয়ার জন্ম ২০১৬ সালের ৩ নভেম্বর। রংপুর নগরীর কটকিপাড়ায় তাদের বসবাস। দেড় বছর আগে রংপুরে ‘কিশোর আলো’ অনুষ্ঠানে রবিন্দ্রনাথের ‘বীর পুরুষ’ কবিতা আবৃতি করে দর্শক মাতানো এই ক্ষুদে মাওয়ার নখদর্পণে এখন সামসুর রহমানের স্বাধীনতা তুমি, কাজী নজরুলের মানুষ, লিচু চোর, নারী, মিথ্যাবাদী, খুকী, কাঠবিড়ালি, রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রশ্ন, সোনার তরী, ছুটি, সৈয়দ সামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো, আমি কারও রক্ত চাইতে আসিনি, পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, সুকান্তের ছাড়পত্র, সুকমার রায়ের বিষম চিন্তা, ভুতরে খেলা, ভয় পেও না, ভালো রে ভালো, আবল তাবল, গোঁফ চুরি, জীবনের হিসাব, সৎপাত্র, আবু হেনা মোস্তফা কামালের ছবি, আবু জাফার ওবায়দুল্লাহর কোনো এক মাকে, অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন, কালী প্রসন্ন ঘোষের কাজলা দিদি, সুফিয়া কামালের মুজিব মৃত্যুঞ্জয়ী, আনিছুল হকের ৩২ নম্বর মেঘের ওপারে বাড়ি, হাসান মনিরের রাসেল কান্না শুনতে পায়, তপন বাগচির জন্মদিনের শুভেচ্ছাসহ দেশবরেণ্য ৩০-৩৫ জন কবি-সাহিত্যিক ও ছড়াকারের শতাধিক কবিতা এবং ছড়া।
কবিতার মতোই ছবি আঁকা আর কারাত প্রশিক্ষণে যেমন মুন্সিয়ানা দেখিয়েছে তেমনি পবিত্র কোরআন শরীফের সূরা ও আয়াতুল কুরসি মুখস্থ করেও ফুটিয়ে তুলেছে তার অভাবনীয় প্রতিভা। রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (বাংলা) মা মনিরা আক্তারের উৎসাহ আর একান্ত প্রচেষ্টায় ক্ষুদে জান্নাতুল মাওয়ার এমন প্রতিভায় বিস্মিত অনেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও না দেখে বলতে পারে সে।
‘চলো স্বপ্ন ছুঁই’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কনিষ্ঠ এ সদস্য ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সাহিত্য পরিষদসহ ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে কবিতা আবৃত্তি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত জন্মদিনটাও কাটিয়েছে পথশিশুদের নিয়ে। কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিল অর্ধশত পথশিশু।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বুকে ধারণ করে একজন খাঁটি দেশপ্রেমিক হয়ে বেড়ে উঠবে মাওয়া- এমনটাই প্রত্যাশা তার স্বপ্ন পূরণের সারথী মা মনিরা আক্তার।