শ্যাডো নিউজঃ বাংলাদেশের বাজারে Camon সিরিজের নতুন স্মার্টফোন ‘ক্যামন ১৬ প্রিমিয়ার’ নিয়ে এলো হংকংভিত্তিক মোবাইল ফোন নির্মাতা ব্রান্ড টেকনো। টেকনোর নতুন এই ফোনটিতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা।

ক্যামন ১৬ প্রিমিয়ার এর স্পেসিফিকেশন
ক্যামন ১৬ প্রিমিয়ার স্মার্টফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে ডুয়েলপাঞ্চ হোল ক্যামেরা। সাথে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির পিক্সেল রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৭.৭। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
স্মার্টফোনটিতে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যানড্রয়েড ১০ ভিত্তিক হাইওএস ৬.০।

স্মার্টিফোনটির পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রধান ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ সেন্সর (এফ/১.৯), ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স (এফ/২.৩), ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪) ব্যবহার করা হয়েছে।

সেলফি তোলার ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেলফি ক্যামেরা (এফ/২.২) ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/২.২) ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় থাকছে ডুয়েল ফ্রন্ট ফ্ল্যাশ।

ডিভাইসটিতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের (non-removable) ব্যাটারি রয়েছে। ডিভাইসটির ব্যাটারি চার্জ করার জন্য থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি, মাত্র ৩০ মিনিটে ৭০ ভাগ ব্যাটারি চার্জ করা যাবে।
সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবংব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/Beidou/Glonass, OTG, microUSB, USB Type-C 2.0 পোর্ট।

দেশের বাজারে Camon 16 premier এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটি দেশজুড়ে থাকা টেকনো ব্র্যান্ড আউটলেট, অনুমোদিত শপ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকম থেকে গ্রাহকরা স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন।
আরো পড়ুনঃ
কোয়ালকমের নতুন পাওয়ারফুল প্রসেসর ‘স্ন্যাপড্রাগন ৮৮৮’
‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ফোনের প্রি-অর্ডার শুরু
আপনার মতামত দিন