২০২০-২০২১ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৬, ১৭, ১৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
মঙ্গলবার (২০ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার বৃদ্ধির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্ট, ২০২১ তারিখের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হলো। পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে।
ভর্তি পরীক্ষার দীর্ঘ এই সময়ে পরীক্ষার্থীদের প্রস্তুতি অব্যাহত রাখার সুবিধার্থে Admission Assistant অ্যাপ চালু করেছে ৩মাস ব্যাপী লাইভ এক্সাম ব্যাচ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে Admission Assistant এর ফেইসবুক পেইজে মেসেজ দিতে ক্লিক করুন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন
১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে। ৮০ টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১.২৫। সময় ৬০ মিনিট।
ইউনিট- A
- বাংলা – ৩০ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- সাধারণ জ্ঞান – ৪০ নম্বর
- মোট – ১০০ নম্বর
ইউনিট- B
বাণিজ্য গ্রুপ
- বাংলা – ১০ নম্বর
- ইংরেজি – ২৫ নম্বর
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ২৫ নম্বর
- হিসাববিজ্ঞান – ২৫ নম্বর
- আইসিটি – ২৫ নম্বর
- মোট – ১০০ নম্বর
অ-বাণিজ্য গ্রুপ
- বাংলা – ২০ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- সাধারণ জ্ঞান – ২৫ নম্বর
- আইসিটি – ২৫ নম্বর
- মোট – ১০০ নম্বর
ইউনিট- C
বিজ্ঞান স্ট্রিম
- পদার্থ – ২৫ টি প্রশ্ন
- রসায়ন – ২৫ টি প্রশ্ন
- আইসিটি – ৫ টি প্রশ্ন
- গণিত/জীববিজ্ঞান/ জীববিদ্যা+গণিত – ২৫/২৫/১৩+১২ টি প্রশ্ন
- *প্রতিটি প্রশ্নের মান ১.২৫ । মোট নম্বর: ১০০
অ-বিজ্ঞান স্ট্রিম
- বাংলা – ২৪ টি প্রশ্ন
- ইংরেজি – ২৪ টি প্রশ্ন
- সাধারণ জ্ঞান / ভূগোল/মনোবিজ্ঞান – ৩২ টি প্রশ্ন
- *প্রতিটি প্রশ্নের মান ১.২৫ । মোট নম্বর: ১০০
প্রাচ্যের ক্যামব্রিজখ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি হল এবং একটি আন্তর্জাতিক মানের ডরমেটরি রয়েছে, যার মধ্যে ১১টি হল ছেলেদের এবং ৬টি মেয়েদের হল। এছাড়াও ৫৯ বিভাগ ও ২ টি ইনস্টিটিউটে সর্বমোট ৪১৭৩টি আসন সংখ্যা রয়েছে।
আরো পড়ুন,
কৃষি গুচ্ছ সিলেকশন রেজাল্ট প্রকাশিত হয়েছে,
চবি ভর্তি পরীক্ষা পেছালো ২মাস: নতুন তারিখ ২৭অক্টোবর।