আমার কোনো প্রাপ্তি নেই!
অনন্ত বছর ধরে এই মাটি
আমাকে বসত দেবার ভয়ে
বহুবার লিখেছে আমার নাম
মৃতদের সাথে
কবিতার লেখাগুলো যার লেখা তার নাম অরণ্য মজিদ। অরণ্য মজিদ কুষ্টিয়া জেলার একজন কবি। তার জন্ম ১৯৬৫ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামে বিশ্বাস পরিবারে। তার পিতার নাম মরহুম আব্দুল্লাহেল বাকি বিশ্বাস এবং মাতার নাম সুফিয়া খাতুন। ১৯৮৭ সালে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ থেকে বি.এস.সি পাস করে বর্তমানে কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ছোটবেলা থেকেই কাব্যমনা ছিলেন তিনি। নবম শ্রেণিতে থাকাকালীন সময়ে তার কবিতা চর্চা শুরু হয়। মাত্র ২২ বছর বয়সে তিনি অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। ১৯৮৭ ও ১৯৯০ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত আয়োজিত ‘একুশে সাহিত্য পুরষ্কার’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কবিতা ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন এবং ১৯৮৯ সালে ‘ছোট গল্প’ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে সম্মাননা লাভ করেন। এছাড়াও ২০২০ সালে সাহিত্য দিগন্ত লেখ পুরষ্কার লাভ করেন।
তার কবিতায় প্রকৃতি যেমনঃ গাছ,পশুপাখি,নারী,নদীর পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধের প্রতিবাদের কথাও প্রকাশ পেয়েছে। সৌন্দর্য ও বিপ্লবের মাধ্যমে অরণ্য মজিদ চালিয়ে যাচ্ছেন তার কাব্যমনা চর্চা এক নতুন পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে।
তোমাকে দেখলাম
সবেমাত্র কুড়িয়েছ সারি সারি নক্ষত্র শরীরময়
প্রসারিত ডানায় এসেছে উড়েসমুদ্রের উপকূল বুকময়
যেখানে বিহারি কোন মানবের পদছাপ নেই অধীশ্বরহীন!
আহ! একদিন আমার হস্তযুগল জেলের জালের মতোন মেপে নেবে তোমার বেড়ে উঠা জলের কোমল পিঠ
আপনার মতামত দিন