কিছুদিন পূর্বে আমি একটি 2D ড্রয়িং সম্পর্কিত ওয়ার্কশপে অংশগ্রহণ করি। আয়োজক হিসেবে ছিল আমেরিকান সংস্থা ইএমকে সেন্টার। সম্পূর্ণ ওয়ার্কশপটি মোট ৩টি ভাগে ভাগ করা ছিল। এই ওয়ার্কশপের মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি যা একজন প্রাথমিক পর্যায়ের ফ্রিল্যান্সারের জন্য সহায়ক বলে এই লেখা।
2D ড্রয়িং সম্পর্কিত কাজের ক্ষেত্রসমূহ
আপনি কাজ পারলে যেকোনো প্ল্যাটফর্মেই সফল হতে পারবেন। তবে সাধারণত কিছু কাজের ক্ষেত্র রয়েছে যেখানে সবসময়ই কাজ করে উপার্জনের সুযোগ রয়েছে। যেমনঃ
- ফ্যাশান ডিজাইনিং
- ইমারতের নকশা
- মার্কেটিং
- ইনফোগ্রাফিক্স
- লোগো ডিজাইন
- বিসনেস কার্ড ডিজাইন
- ক্যারেক্টার ডিজাইন
- বিজ্ঞাপন
- বিলবোর্ড ডিজাইন সহ আরও অনেক।
প্রয়োজনীয় সফটওয়্যার
- অ্যাডবি ফটোশপ
- অ্যাডবি ইলাস্ট্রেটর
- অটোকাড সহ আরো অন্যান্য
এগুলোর যেকোনো একটি দিয়েই আপনি শুরু করতে পারেন ।
কোথায় শিখব?
আমাদের দেশে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে চাইলেই আপনি শিখতে পারবেন। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি শুরুতে নিজের চেষ্টায় প্রাথমিক কাজ গুলো শিখে যেকোনো ট্রেনিং সেন্টারে গিয়ে প্রো লেভেলের কাজ গুলো শিখুন। তবে আপনি যদি নিজে নিজেই সব কাজ ঘরে বসেই শিখতে চান, সেটাও সম্ভব। সেক্ষেত্রে ইউটিউব হতে পারে আপনার জন্য সহায়ক। সেরকম আমি কিছু চ্যানেলের নাম উল্লেখ করছিঃ
এছাড়াও আরো অনেক চ্যানেল রয়েছে।
বাধাবিপত্তি সমূহ
বলে রাখা ভালো ডিজাইন প্রফেশনটা ধৈর্য্য পরীক্ষার ক্ষেত্র। শুরুতেই আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। আপনাকে নিয়মিত বিভিন্ন কাজ করে নিজের প্রোফাইলকে আকর্ষণীয় করতে হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাজের হাত পাকাপোক্ত করতে হবে। এ সবকিছুর পাশাপাশি কাস্টমারের চাহিদা বুঝতে শিখতে হবে।
সাধারণ কিছু প্রশ্ন উত্তর
১. আমি তো ইংরেজি ভাষা জানি না তবে আমি কি কাজ করতে পারব না?
উঃ ভালো কাজ পেতে হলে অবশ্যই আপনাকে কাস্টমারের সাথে ইংরেজীতে কথা বলতে হবে। আপনি প্রাথমিক কথাবার্তা চালানোর মতো ইংরেজি শেখার চেষ্টা করুন। উডেমি এবং ইউটিউব থেকে শিখতে পারেন। উডেমিতে কিছু ফ্রি কোর্স রয়েছে। সেগুলোর একটা খুজে বের করে শুরু করে দিন।
২. আমার কম্পিউটারের কনফিগারেশন অনেক ভালো নয় সেক্ষেত্রে আমি কি ভালো কনফিগারেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করব?
উঃ কেন অপেক্ষা করবেন? উপরোক্ত সফটওয়্যার গুলোর যে কোনো একটি সাপোর্ট করার মতো কনফিগারেশনই যথেষ্ট। ব্যক্তিগত মতামত চাইলে আমি বলব ইলাসট্রেটর দিয়ে শুরু করুন।
৩. অন্য সাইট থেকে ডিজাইন কিনে সেটা কাস্টমারের কাজে ব্যবহার করতে পারব কিনা?
উঃ সেটা নির্ভর করবে আপনি কোন ধরনের ডিজাইন কিনবেন এবং কোন কাজে ব্যবহার করবেন। আপনি যদি মক-আপ জাতীয় ডিজাইন ক্রয় করেন তবে সেগুলো আপনার কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারবেন।
আপনার সাফল্য নির্ভর করছে আপনি কতটা শ্রম ও সময় দিতে পারবেন।
আপনার মতামত দিন