বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। সফরকালে ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে। থাকছে বিশিষ্ট সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শনের সুযোগও।

আবেদনের শেষ তারিখঃ
২৯ ফেব্রুয়ারী ২০২০
গন্তব্যঃ
ভারত
সুযোগ সুবিধাসমূহঃ
- নতুন সংস্কৃতির সাথে পরিচিত হবার সুযোগ
- ভারতের বিখ্যাত, ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের সুযোগ
- থাকা খাওয়া ও পরিবহনের খরচ ভারত সরকার বহন করবে
আবেদনের যোগ্যতাঃ
- বয়স হতে হবে ২১-৩৫ এর ভেতর
- সুস্বাস্থ্যের অধিকারী ও ভ্রমণের জন্য তৈরী থাকতে হবে
- বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে, ১মে ২০২০ এর মধ্যে একটি বৈধ পাসপোর্ট করতে হবে। তবে কেউ দ্বৈত নাগরিক হতে পারবে না।
- পরিবহন, আবাসন, খাবারের ব্যয় ভারত সরকার বহন করবে। বাকি সব ব্যয়ভার বর্জনে সক্ষম হতে হবে
- তিনি কোনো রাজনৈতিক দলের বা অধিভুক্ত দলের সদস্য হতে পারবেন না
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যুব আইকন হিসেবে ব্যাপকভাবে পরিচিত হতে হবে এবং তরুণদের অনুপ্রানিত করার দক্ষতা থাকতে হবে
- পড়াশোনা, কাজে বা পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী হতে হবে
- শিক্ষাজীবনে সন্তোষজনক ফলাফলের পাশাপাশি ইতিবাচক ফলাফলের জন্য বিভিন্ন সুযোগ ব্যবহার করার দক্ষতা থাকতে হবে
- তার মধ্যে নেতৃত্বের গুনাবলী এবং সামাজিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে
- নতুন স্থান,সংস্কৃতি ও নতুন মানুষের সাথে পরিচিত হবার আগ্রহ থাকতে হবে
- বর্তমান বৈশ্বিক বিষয়াবলী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সভ্যতাগত,সাংস্কৃতিক এবং মানুষে-মানুষে সংযোগ সম্পর্কে তার সাধারণ জ্ঞান থাকতে হবে
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্যঃ
বাংলাদেশ
আবেদন পদ্ধতিঃ
বাংলাদেশের যুব প্রতিনিধিদল-২০২০ এর সদস্য হতে যোগ্য প্রার্থীদেরকে (byd.dhaka@mea.gov.in) এই ঠিকানায় নির্দিষ্ট ফরম্যাটে জীবনবৃত্তান্ত দিতে হবে।
জীবনবৃত্তান্তের নমুনা –





আবেদনের শেষ তারিখঃ
ফেব্রুয়ারি ২৯, ২০২০ (৪ দিন বাকি)