গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৫ শাখা এর সংশোধনী হিসেবে গত ১৮ জানুয়ারি, ২০২০ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এস, আর, ও নং ১১-আইন/২০২০-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৫ এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ এর নিম্নরূপ অধিকতর সংশােধন করেছেন, যথাঃ-
উপরি-উক্ত বিধিমালার বিধি ৫ এর –
(ক) উপ-বিধি (১) এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হবে, যথা-
‘(ক) তিনি কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনাে স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।’
তবে শর্ত থাকবে যে, উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) ,ক্ষেত্রমতে, আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।
খ) উপ-বিধি (৮) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (৮) প্রতিস্থাপিত হবে, যথা-
‘(৮) সার্ভিসের প্রবেশ পদে মেধার ভিত্তিতে নিয়ােগ প্রদান করতে হবে।
(গ) উপ-বিধি (৯), (১০), (১১), (১২) ও (১৩) বিলুপ্ত হবে।’
রাষ্ট্রপতির আদেশক্রমে, সচিব শেখ ইউসুফ হারুন এর নেতৃত্বে কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ গেজেট এর এই অতিরিক্ত সংখ্যাটি প্রকাশ করা হয়।