বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
জানা গেছে , তিন করোনা রোগী শনাক্ত কারীর দুইজন পুরুষ ও একজন নারী।
তথ্য সূত্রে জানা যায়,একজন ইতালী ফেরত বাংলাদেশ এর নাগরিক বাংলাদেশ এ ফেরার পর তার পরিবারের একজন সহ মোট ৩ জনের ভেতর করোনা ভাইরাস এর লক্ষণ দেখা যায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে।পরবর্তীতে তারা হটলাইনে যোগাযোগ করায় তাদের থেকে প্রাপ্ত নমুনার দ্বারা তাদের দেহে করোনা ভাইরাস এর জীবাণু সনাক্ত করা হয়।
গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনাভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।