শ্যাডো নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগো ল্যাবের গবেষকগন মাত্র তিন ঘন্টায় করোনাভাইরাস প্রতিরোধ করতে পরীক্ষামুলক একটি ভ্যাকসিন তৈরি করেছেন।
জিকা ভাইরাস ও ইবোলার ভ্যাকসিনের পর ইনোভিও ফার্মাসিউটিক্যালস এই ভ্যাকসিনটি বাজারে আনতে যাচ্ছে।
ভ্যাকসিনটি উদ্ভাবনের পর গবেষকরা এখন নিবিড়ভাবে পরিক্ষা চালাচ্ছেন। মানুষের ও পশুর ওপর পরীক্ষা চালানোর পর সফল হলে খুব শিগ্রই এটি বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে!
জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সিনিয়র স্কলার আমেশ আদালজাকে ভ্যাকসিনটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, করোনার ভ্যাকসিনটি এক টুকরো জব সফ্টোয়্যারের মতো কাজ করবে। ভ্যকসিনটি করোনা ভাইরাসের বিরুদ্বে এ্যান্টি বডি তৈরি করবে। অামেশ বলেন, আমি মনে করি এটি ভালো কাজ করবে। আর ইনোভিওর উন্নত প্রযুক্তি যা তারা ডিএনএ ভ্যাকসিন তৈরিতে ব্যবহার করছে। আর এটি অন্যান্য ভ্যাকসিন থেকে আলাদা।
ভ্যাকসিনটি সম্পর্কে ইনোবিওর গবেষণা বিষয়ক পরিচালক ট্রেনভর স্মিথের কাছে জানতে চাওয়া হলে স্মিথ বলেন, আমাদের একটি অ্যালগরিদম রয়েছে যা আমরা নিজেরাই ডিজাইন করেছি। পরে আমরা ডিএনএ সিকোয়েন্সটি আমাদের অ্যালগরিদমে রেখেছি। এরপর সেই অ্যালগরিদমের সাহায্যে অল্প সময়ের মধ্যে ভ্যাকসিনটি তৈরি করেছি।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে প্রথমত চীনের উহানে ধরা পরে। এবং এটি প্রতিরোধ করতে ইনোভিওর আগে চীনা বিজ্ঞানীরা করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্সটি প্রকাশ করেছিলো। এর পরে ইনোভিওসহ বিশ্বের অন্যান্য ল্যাবগুলোর গবেষকগন করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য কাজ শুরু করেছিলেন।