শ্যাডো নিউজঃ মোবাইলের ব্যাটারি খরচ কমাতে বা মোবাইল স্কিনে বেশি সময় তাকিয়ে থাকার ক্লান্তি দুর করতে ডার্কমুডের জনপ্রিয়তা যেনো বেড়েই চলছে। বিশেষ করে উইন্ডোজ, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমসহ ম্যাক অপারেটিং সিস্টেমেও ডার্কমুড নিয়ে এসেছে! এরই ধারাবাহিকতায় জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইটও নিয়ে আসছে আকর্ষনীয় এবং সুবিধাজনক ডার্কমুড ফিচারটি।
২০১৮ সালে ফেইসবুকের মেসেঞ্জারে ডার্কমুড চালু হয়েছিলো। কিন্ত আকর্ষনীয় ফিচারটি ফেসবুকে এখনও আসেনি। আর তাইতো ফেসবুক ব্যবহারকারিরা অনেক আগে থেকেই ফেসবুক অ্যাপে ডার্কমুড নিয়ে আসার আবেদন করেছিলেন।


যারা ফেসবুকের লাইট অ্যাপটি ব্যবহার করে থাকেন খুব শীঘ্রই ফেসবুক তাদের লাইট অ্যাপটিতে ডার্কমুড ফিচারটি আনতে যাচ্ছে!ইতোমধ্যে অনেকেই ফিচারটি ফেসবুকের লাইট অ্যাপে ব্যবহার করতে পারছেন।
ফিচারটি ব্যবহার করতে চাইলে ফেসবুক লাইট অ্যাপের ডান কোনায় মেনুতে গিয়ে ক্লিক করতে স্ক্রল করতে হবে। স্ক্রল করে নিচে গেলে সেটিংসের পাশে ডার্কমুড চালু করার অপশনটি পাওয়া যাবে।
যারা ফেসবুকের লাইট অ্যাপটি ব্যবহার করে থাকেন তাদের লাইট অ্যাপটি আপডেট করে নিতে হবে। এরপরে যদি ডার্ক অপশনটি চালু না হয় তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে এমনটাই জানিয়েছে ফেসবুক। জনপ্রিয় যোগাযোগ মাধ্যমটির মুল অ্যাপটিতেও ডার্কমুড ফিচারটি কবে আসতে পারে এ ব্যাপারে জানায়নি ফেসবুক। আর ফেসবুকের ওয়েব ভার্শনটিতেও ডার্কমুড নিয়ে কাজ করছে ফেসবুক।
উল্লেখ্য, ২০০৪ সালের ফেব্রুয়ারিতে মার্ক জাকারবার্গের হাত ধরে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ায় ফেইসবুক তার যাত্রা শুরু করেছিলো। জনপ্রিয় প্রতিষ্ঠানটির মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ আটটি যোগাযোগ মাধ্যম রয়েছে! এবং বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪৪,৯৪২ জন কর্মচারি কাজ করছেন।