আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট পরস্পর সর্ম্পকযুক্ত।
কুইজার্ডস (Quizards) এবং পজেটিভ বাংলাদেশ (Positive Bangladesh) আয়োজনে শুরু হয়েছে ডিজিটাল লিটারেসি চ্যালেঞ্জ!
ইন্টারনেট ভিত্তিক জ্ঞান ও সচেতনতা সৃষ্টিই উক্ত ‘ডিজিটাল লিটারেসি চ্যালেঞ্জের’ মূল উদ্দেশ্য।
ডিজিটাল লিটারেসি জ্ঞানকে ঝালিয়ে নিয়ে পুরষ্কার জিততে চাইলে অংশ নিতে হবে একটি কুইজে। কুইজের প্রথমে থাকবে একটি কমিকস, যেটি পড়ার পর আসবে পাঁচটি প্রশ্ন।
কুইজের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নিজের নাম ও সংশ্লিষ্ট তথ্যগুলো দিলেই পেয়ে যাবেন ইউএনডিপি (UNDP) পক্ষ থেকে একটি সার্টিফিকেট।
বিশেষ আকর্ষণ:
প্রতি মাসের শেষ দিনে সেই মাসে কুইজটি সফলভাবে শেষ করা তিনজন ভাগ্যবান বিজয়ী ইউএনডিপির পক্ষ থেকে পাবে একটি করে ‘গিফট হ্যাম্পার’।
ডিজিটাল লিটারেসি চ্যালেঞ্জে অংশ নিতে চাইলে অনুসরণ করতে হবে এই লিঙ্কটি- http://digitalkhichuribd.org/digital-literacy-challenge