নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আগামী ১৩মার্চ জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধুর উপর। এই রচনা প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীদেকে তাদের সৃজনশীল ও লেখনী দক্ষতা প্রমাণে উৎসাহিত করা।
প্রতিযোগীতার বিষয়াদি এক নজরে–
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্যঃ | বাংলাদেশ |
প্রতিযোগিতার সময়ঃ | সকাল ৯.৩০ ; ১৩ মার্চ, ২০২০ |
রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ | ১১মার্চ ২০২০ বিকেল ৫টা পর্যন্ত |
রচনা বিষয়ঃ | বঙ্গবন্ধুর উপর উপস্থিত রচনা |
সময়ঃ | ২ঘন্টা ৩০মিনিট |
ভাষাঃ | বাংলা অথবা ইংরেজি (রেজিষ্ট্রেশনের সময় বাছাই করে নিতে হবে) |
শব্দ সংখ্যাঃ | সর্বোচ্চ ১২০০ (বাংলা /ইংরেজি দুটোতেই) |
মূল্যায়নঃ | গ্রামার বা ব্যাকরণ, স্পেলিং বা বানান, পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্ন, ভোকাবুলারি বা শব্দের ব্যবহার, লেখার কন্টেন্ট এবং ইনফরমেশন বা তথ্য |
মোট প্রাইজ মানিঃ | ৭ লক্ষ ২০ হাজার টাকা |
মোট পুরষ্কার সংখ্যাঃ | ৫০টি |
পুরষ্কারের সীমাঃ | ১০ থেকে ৫০ হাজার টাকা |
যারা অংশ নিতে পারবেনঃ
হায়ার সেকন্ডারি | ইংরেজি মিডিয়ামের এ লেভেল, বাংলা মিডিয়ামের একাদশ ও দ্বাদশ বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। |
টারশিয়ারি | যেকোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট লেভেলের শিক্ষার্থী। |
প্রাইজ লেভেল–
বাংলা ও ইংরেজির প্রত্যেক ভাষা থেকে, হায়ার সেকেন্ডারি লেভেলের শিক্ষার্থী পাবে:
প্রথম পুরষ্কার- ৫০হাজার টাকা
দ্বিতীয় পুরষ্কার- ২৫হাজার টাকা।
বাংলা ও ইংরেজির প্রত্যেক ভাষা থেকে, টারশিয়ারি লেভেলের শিক্ষার্থী পাবে:
প্রথম পুরষ্কার- ৫০হাজার টাকা
দ্বিতীয় পুরষ্কার- ২৫হাজার টাকা
বাকি ৪২জনের প্রত্যেকে ১০হাজার টাকা করে পুরষ্কার পাবে।
আবেদনের যোগ্যতা:
- হায়ার সেকেন্ডারি অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
- প্রতিযোগিতার দিন সকালে উপস্থিত হয়ে রচনা লিখতে হবে।
- কোনো অনলাইন সাবমিশন নেই।
আবেদন পদ্ধতি:
আবেদনের লিংকে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে।তারপর প্রবেশপত্র পাবেন।
বিদ্র: কোনো রেজিষ্ট্রেশন ফি দিতে হবে না।