জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইম্যান রাইটস এন্ড ভগস ইস্যুস’ শীর্ষক মুঠোফোন চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘মোবাইল ফোনে চলচ্ছবি নির্ভয়ে বলবো সবাই’ স্লোগানে ৩-৪ মার্চ দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রামের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এই কর্মশালা আয়োজিত হয়েছে।কর্মশালার সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদশর্নী ও সনদ বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজনের।
এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন হুমায়ুন কবির শুভ, তারেক আহমেদ, শারমিন দোজা তিথি, ইমরুল তরফদার ও আহাদুল সিরাজ। এছাড়াও কো-অর্ডিনেটর ছিলেন রাইটস সেন্টারের মাহমুদা মুন্নী।
বিশ্ববিদ্যালয়ের উইম্যান পিস ক্যাফের উদ্যোগে এই কর্মশালাটি বাস্তবায়িত হয়।