
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নবীন বরন,মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রক্টর মোঃ মোস্তফা কামাল, উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উচ্চ পদস্ত কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের প্রথম অংশে, শুরুতেই নবীনদের ফুল দিয়ে স্বাগত জানান উপস্থিত অতিথি-গণ। উক্ত অনুষ্ঠানে বক্তারা মাদকের প্রতিকার ও কুফলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা তার বক্তব্যে, মাদকদ্রব্য নিয়ন্রনে তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাদক বিরোধী উপদেষ্টা অধ্যাপক ড.রবীন্দ্রনাথ মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার ড. কামাল উদ্দীন আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধর্মীয় রীতিনীতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের ২য় অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ক্লোজআপের এক ঝাক তারকা মঞ্চে গান পরিবেশন করেন।
পরিশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাদক বিরোধী ফোরামের সভাপতি মোঃনাজমুল হুদা তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।