শ্যাডো নিউজঃ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা ১৬৯ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে নতুন এক ইতিহাস গড়ল। এবং ওয়ানডে ক্রিকেটে এটিই তাদের সর্বোচ্চ রানের জয়।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুতে ৬ উইকেট হারিয়ে ৩২১ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ম্যাশ সাইফুদ্দিনদের বোলিং তান্ডবে ৩৯.১ ওভারে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। আর ১৬৯ রানের বিশাল জয় পেলো টাইগাররা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে থাকল বাংলাদেশ!
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম-লিটনের জুটিতে আসে ৬০ রান। ৪৩ বল খেলে ২৩ রান করে আউট হন ওপেনার তামিম ইকবাল। তামিম আউট হলেও থামাতে পারেনি টাইগারদের ব্যাটিয়ের ঝড়। লিটন নাজমুল হোসাইন শান্তকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন। তবে ৩৮ বলে ২৯ রান করে সাজঘরে ফিরেন শান্ত। পরে মাঠে নামেন মি.ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকও বেশিক্ষণ থাকতে পারলেননা। ২৬ বলে ১৯ রান করে ফিরতে হয় মুশফিককে। তবে ম্যাচের শুরু থেকে লড়াই করা লিটন ক্যারিয়ার সেরা ১২৬ রানের ইনিংস খেলার পর পেশিতে টান লাগলে মাঠ ছাড়তে হয় তাকেও!
পরে উইকেট কিপার মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৮ বলে ৩২ রান করে এ্যালবি ডাব্লিউ হন রিয়াদ। ৪১ বলে ফিফটি তুলে এমপোফুর শিকার হন মিঠুন। পরের উইকেটে ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ২২ রান তুলেন হার্ড হিটার সাইফুদ্দিন। যেকারনে ২০০৯ সালে বুলাওয়েতে ৮ উইকেটে ৩২০ রানের রেকর্ড ভেঙে ৩২১ রানের ইতিহাস গড়তে সক্ষম হলো বাংলাদেশ।
৩২১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে উইকেট হারিয়ে বিপর্যায়ে পড়ে সফরকারী জিম্বাবুয়ে দল। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফুদ্দিনের শিকার হন ওপেনার তিনেশে কামুনহুকওয়ে। জিম্বাবুয়ের দলীয় রান যখন ২৩ তখন আবারও সাইফুদ্দিনের শিকার হন রেগিস চাকাভা। ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা অধিনায়ক চামু বিভাবার ক্যাচ ধরে সাজ ঘরে ফিরতে বাধ্য করে টাইগারদের অধিনায়ক মাশরাফি। তার বিদায়ের পর ম্যাচের হাল ধরতে নামেন ব্রেন্ডন টেলার। কিন্তু তাইজুল তার দ্বিতীয় ওভারে এসে সাবেক অধিনায়ক টেলরের উইকেট তুলতে সক্ষম হন।
চার উইকেটের পর খুব দ্রুতই সিকান্দার রাজা, ওয়েসলি মাদেবার, রিচমন্ড মুতুম্বামসহ বাকী ব্যাটসম্যানদের প্যাভিলীয়নের পথে ফেরাতে সক্ষম হন টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ৫০ ওভারে ৩২১(লিটন ১২৬, মিঠুন ৫০, শান্ত ২৯, মাহমুদউল্লাহ ৩২, সাইফুদ্দিন ২৮, তামিম ২৪, মুশফিক ১৯, মিরাজ ৭)।
জিম্বাবুয়ের ৩৯.১ ওভারে ১৫৩/১০(মাধেভার ৩৫, সিকান্দার ১৮, মতুম্বামী ১৭); সাইফুদ্দিন ৩/২২, মাশরাফি ২/৩৫, মিরাজ ২/৩৩।
উল্লেখ্য, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি চলতি মাসের ৩ তারিখ সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।