আল্লুরিং আর্টওয়ার্ক প্রথম বারের মত ব্র্যাক ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সহযোগীতায় আয়োজন করতে যাচ্ছে ” আন্তঃবিশ্ববিদ্যালয় আর্ট প্রতিযোগিতা ২০২০ ″।
যেখানে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, প্রদর্শনী, সেমিনারসহ নানা আয়োজন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন শ্রদ্ধেয় শিল্পী হাশেম খান, জামাল আহমেদ এবং রোকেয়া সুলতানা।
ব্র্যাক ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৮ শে মার্চ, ২০২০। ৩টি সেগমেন্টে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করতে পারবেন।
প্রাইজমানিঃ
- ২০ হাজার টাকা।
- মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। এছাড়া একজন পাবেন গ্রান্ড এওয়ার্ড। থাকছে র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
আবেদনের যোগ্যতা :
- অশ্লীলতা, রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক, বিতর্কিত বিষয়বস্তু, কোন ব্যাক্তিকে হেয় করা, স্পর্শকাতর বিষয়বস্তু থাকা যাবে না।
- প্রদেয় রেজিস্ট্রেশন ফী নির্ধারিত সময়ের ভেতরে প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- বাছাইকৃত প্রতিযোগীগণ তাদের চিত্রকর্মগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রতিযোগীতার আগে জমা দিবেন।
তুলির ছোঁয়া
ছবি অঙ্কনের বিষয়বস্তু “বাংলাদেশের প্রকৃতি”। কোন ঘটনা, মনের কথা, গল্প কিংবা বিষয়বস্তুকে প্রকাশ করা বা ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হল ছবি অঙ্কন। প্রতিযোগীতার দিন নির্ধারিত বিষয়বস্তুর উপরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক প্রতিযোগীকে দুটি চিত্রকর্ম আঁকতে হবে। চিত্রকর্ম দুইটি হতে পারে জলরং, এক্রেলিক কিংবা মিক্সড মিডিয়ায়। উল্লেখ্য যে, এই তিনটি মাধ্যমে চিত্রকর্মদুইটি ফুটিয়ে তুলতে হবে।
নিয়মাবলিঃ
১. প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে আল্লুরিং আর্টওয়ার্ক এর পক্ষ থেকে কাগজ, ক্যানভাস, বেসিক কালার ও পেন্সিল এবং পানি সরবরাহ করা হবে। তবে তুলি ও প্রয়োজনভেদে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রতিযোগীকে নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে। তবে মিডিয়াম অনুযায়ী প্রতিযোগীদেরকে নিজ পছন্দ অনুযায়ী কাগজ আনতে উৎসাহিত করা হচ্ছে।
২. এককভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
৩. সকলের জন্য একই বিষয়।
৪. দুটি চিত্রকর্ম শেষ করার জন্য প্রতিযোগীরা মোট ৬ ঘন্টা সময় পাবেন।
৫. লাঞ্চের জন্য আলাদা সময় দেওয়া হবে না। দুপুর ১২ঃ৩০ টায় প্রতিযোগীদের লাঞ্চ বক্স সরবরাহ করা হবে প্রতিযোগী তার সুবিধামত সময়ে খেয়ে নিবেন।
৬. চিত্রকর্মে অশ্লীলতা, রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক, বিতর্কিত বিষয়বস্তু, কোন ব্যাক্তিকে হেয় করা, স্পর্শকাতর বিষয়বস্তু থাকা যাবে না।
৭. প্রতিযোগীদের অবশ্যই সকাল ৮ঃ০০ – ৮ঃ৩০ এর মধ্যে উপস্থিত থাকতে হবে।
৮. রেজিস্ট্রেশন ফী প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফী পরিশোধ করতে ০১৭২৯৮০২৭৩৩ এবং ০১৭৪৩৩২১১৩২ নাম্বারে বিকাশ করতে পারবেন। বিকাশ থেকে প্রাপ্ত ট্রান্সেকশন নাম্বারটি গুগল ফর্মে উল্লেখ করবেন
মূল্যায়নঃ
৩টি ক্যাটাগরিতে (জলরং, এক্রেলিক এবং মিক্সড মিডিয়া) ৩টি করে মোট ৯টি চিত্রকর্মকে বিজয়ী ঘোষণা করা হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কম্পোজিশন, মৌলিকতা এবং সৃজনশীলতার উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করা হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ
১০ মার্চ, ২০২০
প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশঃ
১১ মার্চ, ২০২০
রেজিস্ট্রেশন ফীঃ
১৫০০ টাকা।
প্রতিযোগীরা যা যা পাচ্ছেনঃ
১. সকালের নাস্তা, দুপুরের খাবার ও স্নাক্স (বিকাল)
২. সার্টিফিকেট
৩. টি-শার্ট
৪. কী রিং (প্রতিযোগীর নাম খোদাইকৃত)
৫. প্যাড
৬. র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
বিস্তারিতঃ https://alluringartwork.com/apply-to-tulir-choya/
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/Eo5FoW8cvSSnJPWr8
ক্যানভাসে গল্প
প্রতিযোগীতার এই সেগমেন্টে প্রতিযোগীদের পাঠানো ক্যানভাসে আঁকা চিত্রকর্ম থেকে বাছাইকৃত সেরা চিত্রকর্মগুলো নিয়ে হবে প্রদর্শনী। বাছাইকৃত প্রতিযোগীগণ তাদের ক্যানভাসগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রতিযোগীতার আগে জমা দিবেন।
নিয়মাবলিঃ
১. চিত্রকর্মটি ক্যানভাসে আঁকা হতে হবে।
২. চিত্রকর্মটি সর্বোচ্চ ২৪ ইঞ্চি x ২৪ ইঞ্চি হতে পারবে।
৩. একজন সর্বোচ্চ ৪টি ক্যানভাসের ফটোগ্রাফ পাঠাতে পারবেন। যার মধ্যে এক বা একাধিক ক্যানভাস নির্বাচিত হতে পারে এবং প্রদর্শনীতে একটি চিত্রকর্ম প্রদর্শিত হবে।
৪. প্রেরণকৃত ফটোগ্রাফের ফাইল রিনেম করে প্রতিযোগীর নাম_ছবির নাম_মিডিয়াম_সাইজ উল্লেখ করতে হবে।
যেমনঃ Mehedi Hasan_Village River_Acrylic_15x21
৫. শুধুমাত্র বাছাইকৃত প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর রেজিস্ট্রেশন ফী দিতে হবে।
৬. চিত্রকর্মে অশ্লীলতা, রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক, বিতর্কিত বিষয়বস্তু, কোন ব্যাক্তিকে হেয় করা, স্পর্শকাতর বিষয়বস্তু থাকা যাবে না।
৭. প্রদেয় রেজিস্ট্রেশন ফী নির্ধারিত সময়ের ভেতরে প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৮. বাছাইকৃত প্রতিযোগীগণ তাদের ক্যানভাসগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রতিযোগীতার আগে জমা দিবেন।
মূল্যায়নঃ
সেরা ৩টি চিত্রকর্মকে বিজয়ী ঘোষণা করা হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কম্পোজিশন, মৌলিকতা এবং সৃজনশীলতার উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করা হবে।
ফটোগ্রাফ জমা দেবার শেষ সময়ঃ
১০ মার্চ, ২০২০
নির্বাচিত চিত্রকর্মের তালিকা প্রকাশঃ
১১ মার্চ, ২০২০
নির্বাচিত চিত্রকর্ম জমা দেবার তারিখঃ
১১ মার্চ, ২০২০ প্রকাশ করা হবে।
রেজিস্ট্রেশন ফীঃ
১০০০ টাকা।
প্রতিযোগীরা যা যা পাচ্ছেনঃ
১. সার্টিফিকেট
২. ক্যাটালগ
৩. টি-শার্ট
৪. কী রিং (প্রতিযোগীর নাম খোদাইকৃত)
৫. প্যাড
৬. র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
বিস্তারিতঃ https://alluringartwork.com/apply-to-canvase-golpo/
রেজিষ্ট্রেশন ও চিত্রকর্ম জমা দেবার লিংকঃ https://forms.gle/AqoXk4KDvrfQA2QK9
ডিজিটাল আর্টওয়ার্ক
এ প্রতিযোগিতায় একটি নির্দিষ্ট বিষয় বস্তুর উপর নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করে দৃষ্টিনন্দন ডিজিটাল আর্টওয়ার্ক প্রস্তুত করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। প্রাপ্ত আর্টওয়ার্কগুলি হতে বাছাইকৃত সেরা আর্টওয়ার্কগুলিকে নির্বাচন করা হবে প্রদর্শনীর জন্য। বাছাইকৃত ছবিগুলি নির্দিষ্ট সময়, স্থান ও নিয়ম অনুযায়ী প্রিন্ট কপি জমা দিতে হবে।
নিয়মাবলিঃ
১. আর্টওয়ার্কটি যে কোনো এডিটিং সফটওয়্যার এর সাহায্যে প্রস্তুত করা যাবে।
২. বাছাইয়ের জন্য আর্টওয়ার্কটি jpg/jpeg/png ফরমেটে পাঠাতে হবে।
৩. A3 সাইজে এবং 300 dpi রিসোলিউশন এর হতে হবে।
৪. একজন সর্বোচ্চ ৩টি আর্টওয়ার্ক পাঠাতে পারবেন। যার মধ্যে এক বা একাধিক আর্টওয়ার্ক নির্বাচিত হতে পারে এবং প্রদর্শনীতে একটি আর্টওয়ার্ক প্রদর্শিত হবে।
৫. প্রেরণকৃত আর্টওয়ার্কের ফাইল রিনেম করে প্রতিযোগীর নাম_ছবির নাম উল্লেখ করতে হবে।যেমনঃ Mehedi Hasan_Universe in Mind
৬. শুধুমাত্র বাছাইকৃত প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর রেজিস্ট্রেশন ফী দিতে হবে।
৭. আর্টওয়ার্কে অশ্লীলতা, রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক, বিতর্কিত বিষয়বস্তু, কোন ব্যাক্তিকে হেয় করা, স্পর্শকাতর বিষয়বস্তু থাকা যাবে না।
৮. প্রদেয় রেজিস্ট্রেশন ফী নির্ধারিত সময়ের ভেতরে প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৯. বাছাইকৃত প্রতিযোগীগণ তাদের আর্টওয়ার্ক গুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রতিযোগীতার আগে জমা দিবেন।
১০. কপি আর্টওয়ার্ক ধরা পরা মাত্র সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
মূল্যায়নঃ
সেরা ৩ টি আর্টওয়ার্কে বিজয়ী ঘোষণা করা হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কম্পোজিশন, মৌলিকতা এবং সৃজনশীলতার উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করা হবে।
আর্টওয়ার্ক জমা দেবার শেষ সময়ঃ
১০ মার্চ, ২০২০
নির্বাচিত আর্টওয়ার্ক তালিকা প্রকাশঃ
১১ মার্চ, ২০২০
নির্বাচিত আর্টওয়ার্ক জমা দেবার তারিখঃ
১১ মার্চ, ২০২০ প্রকাশ করা হবে।
রেজিস্ট্রেশন ফীঃ
১০০০ টাকা।
প্রতিযোগীরা যা যা পাচ্ছেনঃ
১. সার্টিফিকেট
২. ক্যাটালগ
৩. টি-শার্ট
৪. কী রিং (প্রতিযোগীর নাম খোদাইকৃত)
৫. প্যাড
৬. র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীও পুরস্কার জেতার সুযোগ।
বিস্তারিতঃ https://alluringartwork.com/apply-to-digital-artwork/
রেজিষ্ট্রেশন ও চিত্রকর্ম জমা দেবার লিংকঃ https://forms.gle/UFB3QyhzjDFQmKLs5
চিত্রকথা
ঘোষিত তিনটি সেগমেন্টের বাইরে সারা বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্ম নিয়েও হবে প্রদর্শনী “চিত্রকথা” (যারা স্কুল লেভেলে পড়াশুনা করছেন তাদের জন্য প্রযোজ্য নয়)। পাঠানো চিত্রকর্ম থেকে বাছাইকৃত সেরা চিত্রকর্মগুলো নিয়ে হবে প্রদর্শনী। বাছাইকৃত প্রতিযোগীগণ তাদের চিত্রকর্মগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রতিযোগীতার আগে জমা দিবেন। চিত্রকর্মটি যেকোনো মাধ্যমে এবং বিষয় এর উপর হতে পারে।
নিয়মাবলিঃ
১. চিত্রকর্মটি ফ্রেমসহ সর্বোচ্চ ২৪ ইঞ্চি x ২৪ ইঞ্চি হতে পারবে।
২. একজন সর্বোচ্চ ৪টি চিত্রকর্মের ফটোগ্রাফ পাঠাতে পারবেন। যার মধ্যে এক বা একাধিক চিত্রকর্ম নির্বাচিত হতে পারে এবং প্রদর্শনীতে একটি চিত্রকর্ম প্রদর্শিত হবে।
৩. প্রেরণকৃত ফটোগ্রাফের ফাইল রিনেম করে প্রতিযোগীর নাম_ছবির নাম_মিডিয়াম_সাইজ উল্লেখ করতে হবে। যেমনঃ Mehedi Hasan_Village River_Acrylic_15x21
৪. শুধুমাত্র বাছাইকৃত প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর রেজিস্ট্রেশন ফী দিতে হবে।
৫. চিত্রকর্মে অশ্লীলতা, রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক, বিতর্কিত বিষয়বস্তু, কোন ব্যাক্তিকে হেয় করা, স্পর্শকাতর বিষয়বস্তু থাকা যাবে না।
৬. প্রদেয় রেজিস্ট্রেশন ফী নির্ধারিত সময়ের ভেতরে প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৭ . বাছাইকৃত প্রতিযোগীগণ তাদের চিত্রকর্মগুলো নির্দিষ্ট সময় ও স্থানে প্রতিযোগীতার আগে জমা দিবেন।
মূল্যায়নঃ
সেরা ৩টি চিত্রকর্মকে বিজয়ী ঘোষণা করা হবে। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কম্পোজিশন, মৌলিকতা এবং সৃজনশীলতার উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করা হবে।
ফটোগ্রাফ জমা দেবার শেষ সময়ঃ
১০ মার্চ, ২০২০
নির্বাচিত চিত্রকর্মের তালিকা প্রকাশঃ
১১ মার্চ, ২০২০
নির্বাচিত চিত্রকর্ম জমা দেবার তারিখঃ
১১ মার্চ, ২০২০ প্রকাশ করা হবে।
রেজিস্ট্রেশন ফীঃ
১০০০ টাকা।
প্রতিযোগীরা যা যা পাচ্ছেনঃ
১. সার্টিফিকেট
২. ক্যাটালগ
৩. টি-শার্ট
৪. কী রিং (প্রতিযোগীর নাম খোদাইকৃত)
৫. প্যাড
৬. র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
আবেদনের শেষ তারিখ:
মার্চ ১০, ২০২০
বিস্তারিতঃ https://alluringartwork.com/apply-to-chtra-katha/
রেজিষ্ট্রেশন ও চিত্রকর্ম জমা দেবার লিংকঃ https://forms.gle/4nrfcxEQCRDRRotZ6