ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “ফলিত রসায়ন ও কেমিকৌশল” বিভাগের নবীন বরন ও বিদায় অনুষ্ঠান।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে উক্ত বিভাগের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলা ১০ টার দিকে পবিত্র কুরআন শরীফ থেকে তেলওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ নজিবুল হক,মাননীয় ডিন ,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ,ইবি।শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুস সাত্তার,ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ,ইবি।উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, সভাপতি, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ,ইবি।অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মামুন-আল রশিদ।

এছাড়াও আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ এর নেতৃত্বে বিভাগের অধ্যাপক ড. ভূপেষ চন্দ্র রায়, ড. শামসুল আলম, ড. শরীফ মোহাম্মদ আল রেজা, ড. হাফিজুর রহমান, ড. মিনহাজ-উল-হক, ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, ড. খোদেজা খাতুন, ড. আয়েশা আক্তার জামান, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ড. হেলাল উদ্দিন, ড. আহসানুল হক সহ বিভাগের সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন৷
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রশিদ আসকারি বলেন, “ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক অনন্য ভূমিকা রেখে চলেছে ৷ নবীনদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে, তারা সারা দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা এই বিভাগে ভর্তির সুযোগ পেয়েছো ৷ এই বিভাগের গ্রাজুয়েটবৃন্দ দেশে-বিদেশে নানা ক্ষেত্রে সুনামের সাথে অবদান রেখে চলেছে ৷ এই ধারা অব্যাহত রেখে দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে ৷”
শুভেচ্ছা বক্তা প্রফেসর ড. এম. আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে নবীনদের প্রেরণামূলক উদ্দীপনা দেন, পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে দক্ষতার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার আহবান রাখেন ৷ নিজের কর্ম জীবনের সততা, সাধনা ও সফলতার গল্প শোনান শিক্ষার্থীদেরকে ৷তিনি বলেন, “জীবনে যে পদে থাক,সেই পদে থেকেই নিজের অবস্থান উপভোগ করে সততার সহিত নিজের দায়িত্ব পালন করবে।”
তিনি আরো বলেন,“তোমাদের স্বপ্ন দেখতে শিখতে হবে এবং সেই স্বপ্ন পূরনের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে।”

দুপুরে নামাজ এবং খাবার বিরতির পর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ,গান,কবিতা আবৃত্তি ইত্যাদিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ছিল স্বতস্ফুর্ত অংশগ্রহন।

বেলা ৪ টায় অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

