ঢাবি এলামনাই পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত মিলনায়তনে ঢাকা ইউনিভর্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড-২০২০ ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকা ও সাধনা সংসদ ফাউন্ডেশন আয়োজিত মিলনায়তনে আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক বনমালি মোহন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

অ্যাওয়ার্ডপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ইবি উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘যেকোন সম্মাননা একজন লেখকের জন্য আনন্দদায়ক। এই পুরস্কার আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতি বছরের ন্যায় এবারও নিউজ অ্যাওয়ার্ড প্রদান করছে ঢাকা ইউনিভর্সিটি অ্যালামনাই কর্তৃপক্ষ। এবছর মোট চারজনকে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। অন্যরা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি , জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি ।