প্রতিদিন আমাদের জীবনের নানান প্রয়োজনে কত কিছুই তো আমাদের দরকার পরে, বিশেষ করে বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, আর তাইতো আমরা আমাদের ঘরের বাইরে যাবার সময় গিন্নি কিংবা মা কে কিংবা মেসের খালাকে জিজ্ঞেস করি প্রতিদিন “কি লাগবে“?
এই শব্দটা যেনো আমাদের নিত্যদিনের সবচেয়ে বেশি বলা শব্দের মধ্যে অন্যতম একটি! আর তাইতো সিলেটের কিছু তরুণরা মিলে গত একবছর ধরে এন্ড্রয়েড অ্যাপ্সের মাধ্যমে দিয়ে যাচ্ছে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় নানান সমস্যার সমাধান।গ্রোসারি বাজার, ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারি, মেডিসিন ডেলিভারি ইত্যাদি প্রতিদিনের প্রয়োজনীয় প্রথম ফুল-ফাংশনাল ই-কমার্স হিসেবে তাদের যাত্রা শুরু হয়েছিলো ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে।
“আপনার ইচ্ছাই আমাদের দায়িত্ব” এই স্লোগানকে সামনে নিয়ে প্রতিদিন তারা সমাধান করে যাচ্ছে শত শত মানুষের নিত্যদিনের বাজার করার কষ্টের সমাধান। “কিলাগবে” এর ফাউন্ডার মোঃ সোহেল রানা এর সাথে কথা হলে উনি বলেন ” মেসে থেকে, কলেজ থেকে ভার্সিটি অবদি আসছি, আমি জানি যে বাজার করাটা কত্ত কষ্টের আর তাই আমরা “Kilagbe.xyz” এর যাত্রা শুরু করেছিলাম, গত দেড় বছরে আমরা ৩০০০+ অর্ডার সাক্সেসফুলি ডেলিভার করেছি।”
সিলেটের অন্যতম প্রথম সফল হোম বেসিস স্টার্ট আপ ই-কমার্সের জন্য শ্যাডো নিউজের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা।