বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে আজ। সারা দেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) ক্ষণগণনা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী দের উপস্থিতে কাউন্টডাউন কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এরপর আলোচনা সভা, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর প্রমাণ্য চিত্র প্রদর্শন, এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ঘড়ি স্থাপন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জানান, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। ১০ জানুয়ারি মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে কাউন্টডাউন ঘড়ি চালুর মাধ্যমে মুজিববর্ষের কর্মসূচি শুরু করা হবে।”
উল্লেখ যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ কাউন্টডাটন ঘড়ি চালু হয়েছে।