শ্যাডো নিউজঃ বাংলাদেশ দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবি সভা শেষে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে ঘোষণা আসে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে নতুন অধিনায়কের নাম তামিম ইকবাল।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ও শেষ ওয়ানডে দিয়ে অধিনায়ক হিসেবে বিদায় বলেছেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই অধিনায়কের ছেড়ে দেওয়া চেয়ারে বসছেন তামিম। বোর্ড সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন- সংক্ষিপ্ত নয়, লম্বা সময়ের জন্যি তামিম পেয়েছেন দায়িত্ব।
নতুন করে দায়িত্ব পেলেও অধিনায়কত্ব তামিমের একেবারে আনকোরা না। এর আগে বিপিএলে অধিনায়কত্ব করেছেন। শ্রীলংকা সফরেও তিনি অধিনায়কত্ব করেছেন। যদিও সে সফরের দুঃসহ স্মৃতি তিনি ভুলে যেতে চাইবেন।
তামিম ইকবাল এ পর্যন্ত ৩ টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন। টি টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলকে এখন পর্যন্ত নেতৃত্ব না দিলেও টেস্টে দিয়েছেন ১ ম্যাচের নেতৃত্ব। যদিও বাংলাদেশ জয় পায়নি সে ম্যাচে।