শ্যাডো নিউজঃ যুক্তরাজ্যের গবেষকগণ দ্রুতগতিতে চার্জ দিয়ে দীর্ঘসময় ব্যবহার করার জন্য পরবর্তী প্রজন্মের উপযোগী এমন এ্যানার্জী স্টোরেজের নতুন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এবং প্রযুক্তিটি গবেষণা শেষে ল্যাবটেস্টে পরিক্ষা চালিয়ে সফলও হয়েছেন তারা!
পরিক্ষা করে দেখা গেছে মাত্র ১০ মিনিটেই একটি ইলেকট্রিক গাড়ি এবং মাত্র দুই মিনিটে একটি স্মার্টফোনে পুরোপুরি চার্জ হচ্ছে। এছাড়াও গ্রেফেন থেকে তৈরি বিশেষ এই সুপার ক্যাপাসিটরটিতে ধারনকৃত চার্জ থাকছে সারাদিন। মোবাইলফোন, ইলেকট্রিক যানবাহনসহ আরো কয়েকটি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে বলে গবেষকরা জানিয়েছেন।
লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষক ঝুয়াংনান লি বলেন, “প্রযুক্তিটিতে এমন উপকরণ নকশা করেছেন যা তাদের সুপার ক্যাপাসিটরকে একটি উচ্চ শক্তি ঘনত্ব দেয়। এটি দ্রুত চার্জ হওয়া এবং চার্জ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকর হবে। এছাড়া দীর্ঘ সময় চার্জ ধরে রাখতেও সক্ষম হবে।” তিনি আরো জানান, “সাধারণত এখনকার ব্যাটারি এসব বৈশিষ্ট্যের মধ্যে কোন একটি পাওয়া যায়। কিন্তু নতুন সুপার ক্যাপাসিটরে উভয় সুবিধাই পাওয়া যায় বলে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।”
উল্লেখ্য, প্রযুক্তিটিতে কোন প্রকার তরল ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়নি। ফলে বিস্ফোরণের ঝুঁকি কম এবং ভাজ করা ডিভাইসহ পরিধানের প্রযুক্তি পন্যগুলোতেও এটি ব্যবহার করা যাবে। এছাড়াও বিশেষ এই প্রুক্তিটি ১৮০ ডিগ্রিতেও বাকানো যায়।