কয়েক মাস আগে ওয়ানপ্লাসের প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই, Nothing (নাথিং) নামে নিজস্ব একটি কোম্পানি চালু করেন। কিন্তু এতদিন নাথিং এর কোনো প্রোডাক্ট বাজারে আসে নি। অবশেষে নতুন কনজিউমার টেক ব্র্যান্ডটি নিজের সর্বপ্রথম অডিও প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। আজ, সন্ধ্যায় এক ভার্চুয়াল ইভেন্টে অবশেষে আজকে লঞ্চ করে দেওয়া হল Nothing এর প্রথম TWS, যার নাম দেওয়া হয়েছে Ear 1। দেখে নেওয়া যাক এই Ear 1 সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে।
Nothing Ear 1 স্পেসিফিকেশন্স
Ear 1-এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস। সুইডেনের টিনেজ ইঞ্জিনিয়ারিং নামে কোম্পানির সাথে কোল্যাব করে তৈরি করা হয়েছে এটি। পাবেন ব্লুটুথ 5.2-এর সাপোর্টও। নাথিং Ear 1-এর মধ্যে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এর সুবিধা। এর ইনটেনসিটিও আপনি কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল করার জন্য থাকছে দুটো লেভেল। এমনকি আপনি বাইরের নয়েজ যদি খুব ভালোভাবে শুনতে চান তার জন্য থাকতে ট্রান্সপারেন্সি মোডও।
এই ইয়ার বাডসের মধ্যে রয়েছে টাচ কন্ট্রোল এর সুবিধাও। যার সাহায্যে আপনি খুব সহজেই নয়েজ ক্যান্সলেশন, ট্রান্সপারেন্সি মোড, ভলিউম, প্লেব্যাক সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। এর ওজন মাত্র 4.7 গ্রাম।

চমকের শেষ এখানেই নয়। এই ইয়ার বার্ডসের নয়েজ ক্যান্সলেশন এর ইন্টেনসিটিও আপনি কন্ট্রোল করতে পারবেন Nothing Ear 1-এর অ্যাপ্লিকেশনের সাহায্যে। যেটা আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটো প্ল্যাটফর্মের জন্যই পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফাস্ট পেয়ারিং এর সুবিধা থাকছে। থাকছে ফার্মওয়্যার আপডেটের সুবিধা। আর তার সাথে ইকুয়ালাইজার সেটিং এর মতো গুরুত্বপূর্ণ অপশন আপনি পেয়ে যাবেন এর মধ্যেই।
রয়েছে ইন ইয়ার ডিটেকশন এর সুবিধাও। অর্থাৎ কান থেকে ইয়ার পিস খুলে নিলে অটোমেটিক মিডিয়া প্লে থেমে যাবে। আবার কানে দিলে চলতে শুরু করে দেবে সেটি। রয়েছে ইউএসবি টাইপ সি এবং Qi Wireless Charging এর সুবিধাও। ইয়ার পিস গুলিকে স্বচ্ছ ব্যাটারি কেসে লাগিয়ে দিয়ে চার্জ দেওয়াও যাবে।
প্রত্যেক ইয়ারপিস ফুল চার্জে 5.7 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেস সমেত 34 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এমনই ক্লেইম করছে নাথিং।
Ear 1 -এর দাম, লভ্যতা
ভারতের সাথে সাথে গ্লোবাল মার্কেটেও লঞ্চ করে দেওয়া হয়েছে এই ইয়ার বাডস কে। গ্লোবাল মার্কেটের দাম দেখে নেওয়া যাক আগে। USA-তে এই নাথিং Ear 1 এর দাম রাখা হয়েছে $99। UK-তে দাম রাখা হয়েছে GBP 99 আর ইউরোপের বাজারে এর দাম রাখা হয়েছে EUR 99। সেই তুলনায় ভারতে এই ইয়ার বাডসের দাম অনেকটাই কম রাখা হয়েছে। ছয় হাজার রুপি দাম রাখা হয়েছে।
কেমন লাগলো আপনার Nothing এর এই প্রথম প্রোডাক্ট? এর ডিজাইন কেমন লেগেছে? সেটাও জানাতে ভুলবেন না।
আরো পড়ুন,
মোবাইল ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ
ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
2D ড্রয়িং দিয়ে শুরু করুন ফ্রিল্যান্সিং