সৌদি আরবের পবিত্র নগরী মাদীনা মুনাওয়ারার হুদুদের পার্শ্বে অবস্থিত আরব বিশ্বের আটশত’ ইউনিভার্সিটির মাঝে রেঙ্কিং এ ৯১-১০০তম এবং সৌদী আরবে ১৫তম স্থানে থাকা অন্যতম সর্বাধুনিক ইউনিভার্সিটি,তাইবাহ ইউনিভার্সিটি মাদিনাতে ১৪৪২হিঃ সনের শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী ব্যাচেলর (অনার্স) ডিগ্রীতে ফুল স্কলারশীপে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
তাইবাহ ইউনিভার্সিটির শিক্ষার মান
শিক্ষা কারিকুলাম সম্পূর্ণ আধুনিক; কম্পিউটারাইজড ল্যাব। অসংখ্য কিতাব সমৃদ্ধ লাইব্রেরী এবং ই-লাইব্রেরী। ডিবেট, সেমিনার-সিম্পোজিয়াম। প্রফেসরদের তত্বাবধানে মাসিক ঐতিহাসিক স্থান সমূহে সফর। স্কাউট, জিমনেসিয়াম, মার্শাল আর্ট, ফটোগ্রাফি, চারুকলা, সাঁতার প্রশিক্ষণসহ আরো অনেক কিছু।
যেসকল বিষয়ে অধ্যয়ন করা যাবে
তাফসীর, কিরাত, ইসলামিক স্টাডিজ ও আরবী ভাষা নিয়ে অধ্যয়ন করা যাবে। এছাড়াও ফার্মাসি, আর্কিটেকচার, কম্পিউটার সাইন্স, ইংলিশ, ট্যুরিজম, জার্নালিজম, ইকোনোমিক্স সহ প্রায় সকল সাব্জেক্টে অধ্যয়ন করার সুযোগ রয়েছে তাইবাহ ইউনিভার্সিটিতে।
অবস্থান:
মদিনা, সৌদি আরব
সুযোগ সুবিধাসমূহ :
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন ব্যবস্থা।
মাসিক স্টাইপেন্ড।
বই ক্রয়ের জন্য বার্ষিক অর্থ প্রদান।
ট্রান্সপোর্ট সুবিধা।
হেলথ ইন্সুরেন্স।
প্রতি বছর দেশে আসা-যাওয়ার জন্য এয়ার টিকেট।
স্কলারশীপ পেয়ে সৌদিতে পৌছলে ১৭০০ রিয়াল প্রস্তুতি ভাতা প্রদান।
বিবাহিতদের জন্য ফ্যামিলি ভিসা প্রদান ও আবাসন।
হজ্জ্ব ও উমরা্র সুযোগ প্রদান।
তাইবাহ ইউনিভার্সিটির স্কলারশীপ ২০২০
আবেদন করতে যা যা বিবেচনা করা হবে:
বয়স ২৫ বছরের বেশি হতে পারবে না।
সৌদি আরবের অন্য কোনো ইউনিভার্সিটি বা কোন সংস্থা কর্তৃক স্কলারশীপ পেয়েছে এমন হলে আবেদন বাতিল হয়ে যাবে।
ইন্টারমিডিয়েট/আলীম এর সার্টিফিকেট ও মার্কশীট।
পাসপোর্ট; কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।
মেডিক্যাল সার্টিফিকেট।
আরবী ভাষায় দক্ষতার সার্টিফিকেট।
তাজকিয়া (রিকেমন্ডেশন) ২টি।
মেয়েরাও আবেদন করতে পারবে, তবে মেয়ের মাহরাম তথা বৈধ গার্ডিয়ানের ইকামার কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
বাংলাদেশ সহ অন্যান্য দেশের শুধুমাত্র মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নরত। ইতিবাচক কাজ করতে ভালোবাসি। একজন হুমায়ূন ভক্ত এবং হিমু প্রেমিক। বই পড়তে,সিনেমা দেখতে, লেখালেখি করতে ভালোবাসি। খুব সাধারণ ভাবে বাঁচার আনন্দে অভিভূত।
Admission Assistant অ্যাপ আয়োজিত অধ্যায়ভিত্তিক ফ্রি মডেলটেস্ট দিয়ে দেখে নাও দেশব্যাপি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের মাঝে তোমার র্যাংকিং কত? প্রতিদিনের পরীক্ষায় সর্বোচ্চ স্কোর অর্জনকারী ৫জনের জন্য থাকছে আমাদের যেকোন কোর্সে ২৫% ডিস্কাউন্ট।
ফ্রি মডেল পরীক্ষায় অংশ নিতে এখনি ডাউনলোড/আপডেট করো Admission Assistant অ্যাপ