সৃজনীচিন্তাসাহিত্য অনুরাগীদের জন্য সৃজনীচিন্তা নিয়ে এসেছে প্রতিভা উন্মোচনের একটি দারুণ সুযোগ – সৃজনীচিন্তা [সাহিত্যমনা]। এই আয়োজনে থাকছে গল্প-কবিতা-প্রবন্ধ লেখা এবং সাহিত্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে স্কুল-কলেজের যেকোনো শিক্ষার্থী। এজন্য সম্পন্ন করতে হবে সহজ একটি নিবন্ধন প্রক্রিয়া। আয়োজনের সেরাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সময় ও স্থান:
- মার্চ ২০ – ২৭, ২০২০
- ঢাকা
প্রতিযোগিতার বিষয় মোট চারটি। যথা:
১.ক্ষুদ্র আখ্যানের কথামালা:
“ছোট প্রাণ, ছোট ব্যথা
ছোট ছোট দুঃখ কথা
নিতান্তই সহজ সরল
সহস্র বিস্মৃতি রাশি
প্রত্যহ যেতেছে ভাসি
তারি দুচারিটি অশ্রুজল। ”
মুলত এটি একটি ছোটগল্প লেখার প্রতিযোগিতা।
আমাদের জীবনে নিত্যদিন ঘটে যায় নানা মজার কিংবা স্মরণীয় কোনো ঘটনা। আবার আমরা কল্পনার সাগরে ডুব দিতেও ভালোবাসি। এই আয়োজনে সব ধরণের কল্পনা, ক্ষুদ্র ক্ষুদ্র মজার কিংবা স্মরণীয় ঘটনা ক্ষুদ্র পরিসরে লিখে মনের মাধুরী মিশিয়ে ছোটগল্প আকারে লিখে উপস্থাপন করতে হবে।
২.পদ্যনীড়:
কবিতা পড়তে বা শুনতে কে না ভালোবাসে? আমাদের মধ্যে কবিতা লিখেও থাকে কেউ কেউ।
“বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য।”-(বঙ্কিমচন্দ্র)
আয়োজনটিকে ছন্দ-মাধুর্যে রঙিন করে তুলতে থাকছে সেই সব কবিতা উপস্থাপন সুযোগ।
৩.প্রতিবাদের প্রবন্ধ:
আমাদের দেশে প্রতিনিয়তই ঘটে চলেছে নানা ধরণের ঘটনা। কোনোটি দেশের ও আমাদের জন্য আশীর্বাদস্বরূপ আবার কোনোটি অভিশাপস্বরূপ। এই অভিশাপস্বরুপ ও অপ্রীতিকর সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে তোমার অনুভূতি কী? তুমি কি এসব ঘটনা এবং সমস্যার কারণ উদ্ঘাটন করতে পেরেছো? এসব সমস্যা প্রতিরোধে তুমি কী পরামর্শ দিতে চাও? এই মতামতগুলোই তুমি চাইলে সাহিত্য পদবাচ্যে ফুটিয়ে তুলতে পারো তোমার প্রবন্ধে। এই প্রবন্ধ হতে পারে এসব সমস্যার বিরুদ্ধে তোমার প্রথম পদক্ষেপ।
৪.সাহিত্যজান্তা:
আমরা বাঙালি। বাংলাই আমাদের প্রাণ, বাংলাই মাতৃভাষা। এই বাংলার সাহিত্য সম্পর্কে আমরা কতটুকু জানি? তা জানার এবং জানানোর লক্ষেই এই আয়োজনে থাকবে বাংলা সাহিত্যভিত্তিক প্রশ্নোত্তর বা কুইজ।
–মনন ও প্রতিভা দুই বিভাগ থেকেই চারটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
- লেখা অবশ্যই স্বরচিত হতে হবে। পূর্বে কখনো এই লেখা প্রকাশিত হয়নি এই মর্মে নিবন্ধন করতে হবে। পূর্বের কোনো লেখার অনুলিপি হিসেবে প্রমাণিত হলে নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
- লেখা নিজ হাতে লিখে বা কম্পিউটারে টাইপ করে পাঠানো যাবে।
- নিবন্ধনের জন্য নির্দিষ্ট ফি প্রদান :
- [সাহিত্যমনা] আয়োজনে প্রতিযোগিতার জন্য চারটি বিষয় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হবে। গল্প, কবিতা এবং প্রবন্ধের জন্য একটি নিবন্ধনই যথেষ্ট। একের অধিক লেখা পাঠাতে একাধিক রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। একজন শিক্ষার্থী একই বিষয়ে তিনটির বেশি লেখা দিতে পারবে না।
- সাহিত্যজান্তা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক শিক্ষার্থীদেরও বিকাশ নম্বরে টাকা পাঠাতে হবে।
- নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে পাঠিয়ে ট্রানজেকশন আইডিটি টুকে রাখতে হবে। এই নম্বরটি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে।
- বিকাশ নম্বর – ০১৭১৬৩০৩১৬৬
লেখা পাঠানোর নিয়ম –
১. অফলাইন:-
নিজ নিজ প্রতিষ্ঠানের ক্যাম্পাস এম্বাসেডর থেকে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে ফর্ম সংগ্রহ করে ফর্ম পূরণ করে তা সেই ক্যাম্পাস এম্বাসেডরের কাছে জমা দিতে হবে। পরবর্তীতে লেখা শেষ করে তা ক্যাম্পাস এম্বাসেডরের নিকট জমা দিবে। সাহিত্যজান্তা প্রতিযোগিতার জন্য শুধু নির্দিষ্ট ফরম পুরণ করলেই হবে।
[সাহিত্যমনা] আয়োজনটি সফল করতে ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজ থেকে বিদ্যায়তন প্রতিনিধি বা ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রয়োজন। তার সাথে কাজ করতে চাইলে পুরণ করতে হবে নিচের ফরমটি।
[সাহিত্যমনা] আয়োজনের প্রতিনিধিরা সৃজনীচিন্তার জন্য এবং ভবিষ্যৎ কার্যক্রমেও কাজ করতে পারবে।
*এছাড়াও লেখা পাঠানো যাবে আমাদের নির্দিষ্ট ঠিকানায়।
২. অনলাইন:-
রেজিস্ট্রেশন ফি বিকাশ করে তারপর লেখা অফিসিয়াল ইমেইল এ করে পাঠাতে হবে। তারপর লেখা পাঠিয়ে নিচের ফর্মটি পূরণ করতে হবে।
সাহিত্যজান্তা প্রতিযোগিতায় ইচ্ছুক শিক্ষার্থীরা শুধুমাত্র টাকা পাঠিয়ে ফরম পুরণ করবে।
ফর্ম লিংক – https://cutt.ly/shahittomona_nibondhon/
প্রতিটি লেখা চারটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
>> বানানের শুদ্ধতা – ৫ নম্বর
>> শিরোনামের সার্থকতা – ৫ নম্বর
>> শব্দচয়ন – ১০ নম্বর
>> লেখার নান্দনিকতা – ১০ নম্বর
সাহিত্যজান্তা প্রতিযোগিতা বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে হবে। নিবন্ধনকারীদের সাথে যোগাযোগ করে পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।
পুরস্কার প্রদান:
প্রতিটি প্রতিযোগিতায় প্রতি বিভাগে নির্দিষ্ট সংখ্যক বিজয়ীকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে। এদের সবাইকে সার্টিফিকেট এবং নির্দিষ্ট সংখ্যক বিজয়ীর জন্য থাকবে ক্রেস্টসহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। আয়োজনের সেরা ৬০টি লেখা নিয়মিত আমাদের ম্যাগাজিনে প্রকাশিত হবে।
যেকোনো প্রয়োজনে বিস্তারিত –
মো. ফারহান শাহ্রিয়ার
মোবাইল নাম্বার – ০১৯৭১১৩৩৭১২
ইমেইল – editor.srijonichinta@gmail.com
আবেদনের যোগ্যতা:
স্কুল ও কলেজ এবং সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
সাহিত্যজান্তা প্রতিযোগিতা বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে হবে। নিবন্ধনকারীদের সাথে যোগাযোগ করে পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।