দ্বিতীয় বৃহত্তম বিস্ফোরণের তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্টোফিজিক্যাল জার্নালে বলা হয়েছে,অপিচুস গ্যালাক্সি ক্লাস্টারে বিশালাকৃতির ব্ল্যাক হোল থেকে বিস্ফোরণটি এসেছে এবং ৩৯০ মিলিয়ন আলোকবর্ষ এর দূরত্ব পৃথিবী থেকে।
এই ভয়ানক বিস্ফোরণটি ১৪০০ কোটি বছরের আগেও কখনো দেখা যায় নি ও ঘটার সম্ভাবনা দেখা দেয় নি।
বিগ ব্যাংয়ের পর এইটা সবচেয়ে বেশি শক্তিশালী বিস্ফোরণ এবং এত বেশি পরিমাণে শক্তিও বেরিয়ে আসেনি কোন বিস্ফোরণ থেকে। এই ভয়াবহ বিস্ফোরণ থেকে ৪টি টেলিস্কোপ ধরা পড়েছে। এগুলোর মধ্যে অন্যতম পূণের ‘জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ ‘(জিএমআরটি) ও পশ্চিম অস্ট্রেলিয়ায় বসানো ‘মুর্চিসন ওয়াইডফিল্ড অ্যারে'(এমডব্লিউএ)- এর মত ২টি শক্তিশালী রেডিও টেলিস্কোপ।বাকি ২টা এক্সরে টেলিস্কোপ।প্রথমটি নাসার ‘চন্দ্র এক্সরে অবজারভেটরি ‘ এবং দ্বিতীয়টি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ‘এক্সএমএল- নিউটন ‘।