শ্যাডো নিউজঃ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারকে আরও সহজ করার চেষ্টা করছে। আর তাইতো অ্যানড্রয়েড ও আইওএসের জন্য ম্যাসেঞ্জার নিয়ে এলো নতুন সংস্করণ।নতুন সংস্করণটিতে আকর্ষনীয় তেমন কোন ফিচার না থাকলেও পুরাতন ভার্সন থেকে ডিসকভার ট্যাবটি বাদ দেয়া হয়েছে।
মেসেঞ্জার ওপেন করলে নিচের দিকে ডান কোনায় কম্পাসের আইকনে ডিসকাভার নামে একটি ফিচার দেখা যেতো। ডিসকভার অপশনটিতে ক্লিক করলে মেসেঞ্জার চ্যাটবট দেখা যেত ব্যবহারকারী যেগুলোর সাথে চ্যাট করতে পারত। এছাড়াও ডিসকভার অপশনে থাকা ইনস্টান্ট গেমসও বাদ দেয়া হয়েছে। অর্থাৎ যেসব ফিচারগুলো ব্যবহারকারী পছন্দ করছেন না এবং ব্যবহার করছেন না সেগুলো মেসেন্জার থেকে বাদ দেয়া হচ্ছে। ফলে টেক্সট গ্রাহকদের জন্য সেবাকেন্দ্র হিসেবে মেসেঞ্জারকে তুলে ধরা হবে।
ফেসবুক কতৃপক্ষ এ ব্যাপারে জানিয়েছে, নতুন নকশা আরও বেশি পরিস্কার ও সহজে চালানো যায় এমনভাবে করা হচ্ছে। ব্যবহারকারীর আকর্ষন কাড়ার মতো অপ্রয়োজনীয় ফিচার দিয়ে ভরিয়ে রাখা হবে না।
নতুন সংস্করণে কি কি ফিচার থাকছে?
নতুনভাবে আপডেটের কারনে মেসেঞ্জার ‘পিপল’ নামের একটি ফিচার আনতে যাচ্ছে। যাতে ফেসবুকের স্টোরিগুলো আরও বড় আকারে দেখা যাবে। এছাড়াও যারা অনলাইনে অ্যাক্টিব আছে এবং সবচেয়ে বেশি যোগাযোগ করা কন্টাক্টগুলোর তালিকা আরও ভালোভাবে দেখা যাবে।
গত বছরের আগস্ট মাসে ফেসবুক তাদের এ পরিবর্তনের বিষয়টি জানিয়েছিলো। তবে মেসেঞ্জারে পরিবর্তনের বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে এমনটাই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।