শ্যাডো নিউজঃ Vivo তাদের Apex সিরিজের আরো একটি কনসেপ্ট স্মার্টফোন Apex 2020 আজকে অফিসিয়ালি প্রকাশ করে দিলো। এটা বিশ্বের প্রথম স্মার্টফোন যার সামনে আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা থাকছে। কিছুদিন ধরে Xiaomi এবং Oppo এই ধরণের কনসেপ্ট প্রকাশ করেছিল আর আজকে Vivo বাজারে প্রকাশ করে দিলো।
এ বছরের মোবাইল ওয়াল্ড কংগ্রেস (এমডাব্লিউসি) প্রদর্শনীতে ভিভো অ্যাপেক্স ২০২০ ফোনটি প্রদর্শন করার কথা থাকলেও করোনাভাইরাস উদ্বেগের কারণে ইভেন্টটি বাতিল ঘোষণা করা হয়েছে। এবং আপেক্স ২০২০ ফোনটি এমডাব্লিউসি ইভেন্টে ঘোষনা করার কথা থাকলেও গতকাল চায়নাতে বছরের চমকপ্রদ অ্যাপেক্স ২০২০ ফোনটি প্রদর্শন করা হয়েছে।
Vivo Apex 2020 এর বিস্তারিত বিবরণী
এই স্মার্টফোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ক্যামেরা। যেখানে সামনে আপনি পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে 16MP ফ্রন্ট ক্যামেরা। এতে করে আপনি ফুল ভিউ ডিসপ্লে উপভোগ করতে পারবেন। যখন নরমাল ব্যবহার তখন উপরের ডিসপ্লে এবং যখন ক্যামেরা অন করবেন তখন নিচের ডিসপ্লে চালু হবে! শুধু তাই নয় এর মধ্যে ফোর-ইন-ওয়ান সুপার পিক্সেল ফটোসেনসিটিভ 4MP এর চিপ আছে; যাতে আপনি পিক্সেল কমবাইন্ড দারুণ সেলফি তুলতে পারেন। যদিও খুব ভালো ছবি তোলা যাবে না। তবে এর ডিসপ্লে লাইট ট্রান্সমিট্রান্স উন্নতমানের হওয়ায় ভবিষ্যতে এটির অ্যালগরিদম আপডেটের মাধ্যমে হাই কোয়ালিটি সেলফি তোলা যাবে এমনটাই দাবি করছে ভিভো।

এবার আসি পিছনের ক্যামেরায় এখানে থাকছে একটি 48MP এর একটি লেন্স। যেটা পৃথিবীর প্রথম ‘গিম্বল-স্টাব্লাইজড’ সাপোর্টেড ক্যামেরা হতে পারে। এটা সাধারণ স্মার্টফোনের তুলনায় 200% বেশি স্থিতিশীল। এমনকি রাতে কম আলোতে ছবি তোলার সময় এটা অনেক ব্রাইট ছবি তুলতে পারে। এই ক্যামেরার উপরেই থাকছে একটি 16MP Optical Zoom লেন্স। এর মধ্যে চারটি লেন্স আছে যার মধ্যে দুটো স্থির এবং দুটো নড়াচড়া করে। যেটির মুভিং এলিমেন্ট জুম ক্যাপাবিলিটি রেঞ্জ 5x থেকে 7.5x যা দিয়ে এই দুরত্বে ভালো ছবি তুলতে পারেন। এমনকি এটি ভিডিও এর ক্ষেত্রেও সমান ভাবে কাজ করবে। এছাড়াও ভিডিও রেকর্ডিং এর সময় আলাদা করে কোনো জায়গা সিলেক্ট করে শুধু সেই আওয়াজ তাই রেকর্ড করতে পারবেন।
অন্যান্য ফিচার্স এর মধ্যে এখানে থাকছে 6.45-inch এর FullHD+ 120° কোণে কার্ভ, এডজ ছাড়া ডিসপ্লে। ডিভাইসটির উভয়পাশে ডিসপ্লে থাকায় ভার্চুয়াল টাচ পাওয়ার বলিউম বাটন ব্যবহার করা হয়েছে। থাকছে ফ্ল্যাগশিপ Snapdragon 865 প্রসেসর এড্রেন 650 গ্রাফিক্স এর সাথে। পেয়ে যাবেন 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ।
যদিও Apex সিরিজ এর মধ্যে কোনো রকমের সুইচ বা পোর্ট থাকে না তাই এখানে আপনি পেয়ে যাবে eSIM কার্ড এর সাপোর্ট Android 10 এর সাথে। ভলিউম এবং পাওয়ার সুইচ বডি তে থাকা পেসার সেন্সরের সাথে সাথে কাজ করবে। এটা প্রথম স্মার্টফোন যার মধ্যে 60W এর ফাস্ট ওয়ারলেস চারজিং এর সাপোর্ট পাচ্ছেন। যা 20 মিনিট এর মধ্যে 2000mAh এর একটি ব্যাটারি কে 100% চার্জ করতে পারবে।
Vivo Apex 2020 এর মূল্য
ইটা শুধুমাত্র একটি কনসেপ্ট ফোন। এটি বাজারে কবে আসবে এবং মূল্য কত হবে এবং কোথায় কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে এখনো অব্দি কোনো রকমের খবর নেই। হতে পারে সামনের এবছরের শেষের দিকে এটি বাজারে আসবে White এবং Black রঙের সাথে। দাম হতে পারে ভারতীয় টাকায় ৬৫ হাজার রুপির উপরে।