চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo তাদের বহু প্রতীক্ষিত ‘X50’ সিরিজের তিনটি ফোন বাজারে এনেছে। আকর্ষনীয় ফোন তিনটি হলো, Vivo X50, Vivo X50 Pro এবং Vivo X50 Pro Plus 5G। এর মধ্যে Vivo X50, X50 Pro ফোনে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট এবং Vivo X50 Pro+ এ স্নাপড্রাগণ ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া এই তিন ফোনে গিম্বেল ক্যামেরা টেকনিক সহ দুর্দান্ত সব ফিচার যোগ করা হয়েছে!

Vivo X50 ডিভাইসটিতে কি কি ফিচার থাকছে
Vivo X50 ডিভাইসটিতে 6.56 ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০×২৩৭৬ পিক্সেল। ডিভাইসটিতে কোয়ালকমের Snapdragon 765G চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকছে। এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল টেলিফটো ওয়াইড ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার ফোনটির ফ্রন্ট ক্যামেরায় জন্য ৩২ মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে! আকর্ষনীয় ফোনটিতে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফ এম রেডিও, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি’সহ বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
এই ফোনে ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে! স্মার্টফোনটি Black Mirror, Shallow, Liquid Oxygen এই তিন রঙে বাজারে পাওয়া যাবে। Vivo X50 এর মুল্য নির্ধারন করা হয়েছে 3,498 ইউয়ান (প্রায় ৩৭,০০ টাকা)।

Vivo X50 Pro ডিভাইসটিতে কি কি ফিচার থাকছে
Vivo X50 Pro ডিভাইসটিতে 6.56 ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০×২৩৭৬ পিক্সেল। ডিভাইসটিতে কোয়ালকমের Snapdragon 765G চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনের পেছনের ক্যামেরায় প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টলিফটো ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য ফোনটির ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা রয়েছে! আকর্ষনীয় এই ফোনে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
ভিভে এর এই ফোনে কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফ এম রেডিও, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি’সহ বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা থাকছে।
এই ফোনে ৪,৩১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে! স্মার্টফোনটি Black Mirror, Liquid Oxygen এই দুই রঙে বাজারে পাওয়া যাবে। Vivo X50 Pro এর মুল্য নির্ধারন করা হয়েছে 4,298 ইউয়ান (প্রায় ৪৫,৬০০ টাকা)।

Vivo X50 Pro Plus ডিভাইসটিতে কি কি ফিচার থাকছে
‘X50’ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোনটি হলো Vivo X50 Pro Plus। ডিভাইসটিতে 6.56 ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০x২৩৭৬ পিক্সেল। ডিভাইসটিতে কোয়ালকমের Snapdragon 865G চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনের পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN1 সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টলিফটো ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য ফোনটির ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা রয়েছে! আকর্ষনীয় ফোনটিতে ৮জিবি/১২ র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ৩.৫ এমএম জ্যাক, জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AK4377a অডিও চিপ ব্যবহার করা হয়েছে।
এই ফোনে ৪,৩১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে!স্মার্টফোনটি Black Mirror and Liquid Oxygen এই দুই রঙে বাজারে পাওয়া যাবে।
X50 Pro+ ফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মেমরি ভেরিয়েন্টের মুল্য নির্ধারন করা হয়েছে 4,998 ইউয়ান (প্রায় ৫৩,০০০ টাকা) এবং ৮ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি মেমরি ভেরিয়েন্ট এবং ১২জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি মেমরি ভেরিয়েন্টের মুল্য যথাক্রমে 5,498 ইউয়ান (প্রায় 58,200 টাকা) এবং 5,998 ইউয়ান (প্রায় 63,500 টাকা)।