শ্যাডো নিউজঃ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও পেসার পান্না ঘোষ। সবশেষ এসএ গেমসের দল থেকে বাদ পড়েছেন পূজা চক্রবর্তী ও লেগ স্পিনার রাবেয়া। যদিও দুজনই আছেন স্ট্যান্ডবাই হিসাবে।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। ‘এ’ গ্রুপে তাদের বাকী সঙ্গীরা হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে থাকা রুমানা আহমেদ ফিরছেন সহ-অধিনায়ক হয়েই। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সালমা খাতুন। তার নেতৃত্বে প্রথমবার এসএ গেমসে সোনা জেতে বাংলাদেশের নারীরা।
নারী টি টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের বাংলাদেশ নারী দলঃ
সালমা খাতুন(অধিনায়ক) |
রুমানা আহমেদ(সহ অধিনায়ক) |
নিগার সুলতানা |
জাহানারা আলম |
আয়েশা রহমান |
ফারজানা হক |
মুর্শিদা খাতুন |
সানজিদা ইসলাম |
সোবহানা মোস্তারি |
ফাহিমা খাতুন |
নাহিদা আক্তার |
শামিমা সুলতানা |
খাদিজ তুল কুবরা |
রিতু মনি |
পান্না ঘোষ |
স্ট্যান্ডবাই সদস্য
শায়লা শারমিন |
রাবেয়া |
লতা মন্ডল |
সুরাইয়া আজমিম |
পূজা চক্রবর্তী |