আজকাল কম্পিউটার বা ল্যাপটপ থাকাটা খুব দরকার। কেননা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু, এসব কি সবসময় সাথে রাখা যায়? যায় না। কিন্তু, মোবাইল ফোন সবসময় সাথে রাখা যায়। এখন, কম্পিউটারে করা যায় এমন কাজ গুলো যদি মোবাইল ফোনে করা যেতো, তাহলে খুব ভালো হতো। তাইনা?
তাই, আজ থাকছে এমন একটি এপস এর রিভিউ যার মাধ্যমে আমরা কম্পিউটারের “অফিস টুলস” এর প্রায় সকল কাজ করতে পারবো।
এপসটির নামঃ WPS Office
সাইজঃ ৩৮.৯৯ মেগাবাইট
অন্যান্যঃ Android 5.0+
In-App purchase
এপসটি পাওয়া যাবেঃ
Play Store (For Android) :
Apple Store (For iOS) :
বৈশিষ্ট্যসমূহঃ
১. মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর মতই ডকুমেন্ট ফাইল তৈরি করা বা সম্পাদন করতে পারবেন।
২. মাইক্রোসফট অফিস এক্সেল এর মতই স্প্রেডশিট তৈরি করা বা সম্পাদন করতে পারবেন।
৩. মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট এর মতই প্রেজেন্টেশন তৈরি করা বা সম্পাদন করতে পারবেন।
৪. পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, QR কোড স্ক্যান করতে পারবেন।
৫. ডকুমেন্ট,স্প্রেডশিট,প্রেজেন্টেশন ফাইল তৈরির জন্য ফ্রিতেই শত শত টেম্পলেট রয়েছে যা ডাউনলোড করে নিয়ে নিজের মত সম্পাদন করতে পারবেন।
৬. যেকোনো ডকুমেন্ট,স্প্রেডশিট,প্রেজেন্টেশন ও পিডিএফ ফাইল অপেন করতে পারবেন।
এপসটি কীভাবে চালাবেন, সেই সকল নির্দেশনা পেয়ে যাবেন নিচের লিংকটির ভিডিওতেঃ
তাহলে শুরু করে দিন আজ থেকে?
ধন্যবাদ।